পলাশ সাহা,দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও নেত্রকোণা ১ আসনের বর্তমান সংসদ সদস্য মানু মজুমদার।
রোববার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও দলীয় মনোনয়ন পাবার ব্যাপারে জোর আশাবাদী বর্তমান সংসদ সদস্য মানু মজুমদার। তিনি এলাকার উন্নয়নকে তরান্বিত করতে এবং এর ধারাবাহিকতা ধরে রাখতে আবারও আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানিয়েছেন।