1. admin@bongojournal24.com : admin :
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাবিতে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন গাইবান্ধার ফুলছড়িতে বেগম রোকেয়া দিবস পালিত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন সুসঙ্গ পাঠকেন্দ্রের প্রতিষ্ঠাতা মুর্শিদা আকন্দ সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নির্বাচিত হলেন রাজিম ভূইয়া মিশু বিজয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত পলাশবাড়ীতে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস সহ প্রতারক চক্রের গ্রেফতার ০১ দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল পথচারীর, নিহত ৩ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন তেজগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত,সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

পুলিশের অতিরিক্ত ডিআইজি হলেন ১৫২ পুলিশ কর্মকর্তা

বঙ্গ জার্নাল
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

নতুন করে ১৫২ পুলিশ কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি হয়েছেন ১৪০ জন।

৬ নভেম্বর,সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ২৫ অক্টোবর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার চিঠির উল্লিখিত সব আনুষ্ঠানিকতা পালন শেষে সৃষ্ট ১৪০টি সুপার নিউমারারি পদের বিপরীতে এ পদোন্নতি দেয়া হয়েছে।

মিশন, শিক্ষা ছুটি বা প্রেষণ ও লিয়েলে কর্মরত কর্মকর্তারা মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে। প্রকৃত যোগদানের তারিখের আগের কোনো আর্থিক সুবিধা তারা পাবেন না।

পদ সৃজনের তারিখ থেকে ১৪০টি সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। দায়িত্ব পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া বাকি ১২ জন কর্মকর্তার বিষয়ে বলা হয়েছে, তাদের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাতে হবে।

পদোন্নতি পাওয়া ১২ জন কর্মকর্তার মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচজন উপকমিশনার রয়েছেন। তারা হলেন মুহাম্মদ আশরাফ হোসেন, আনিসুর রহমান, এ বি এম মাসুদ হোসেন, মো: শহিদুল্লাহ ও আসমা সিদ্দিকা মিলি। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দুই উপ-কমিশনার আব্দুল ওয়ারীশ ও মোস্তাফিজুর রহমান পদোন্নতির এ তালিকায় রয়েছেন। এছাড়া টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার, কুষ্টিয়ার এসপি এ এইচ এম আবদুর রকিব, নৌ পুলিশের এসপি শরিফুর রহমান, বগুড়ার এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী ও যশোরের এসপি প্রলয় কুমার জোয়ারদার রয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা