নিজস্ব প্রতিবেদক || ঢাকা
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৮ই ডিসেম্বর হবে প্রতীক বরাদ্দ।
প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা করা যাবে না। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
ইসি সচিব বলেন, এটা নির্বাচনী আইন ও আচরণবিধিতে আছে। নির্বাচনের আগে ১৮ ডিসেম্বর (প্রতীক বরাদ্দের দিন) থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং ৫ জানুয়ারি পর্যন্ত চলবে। ১৮ ডিসেম্বরের আগে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।
তিনি বলেন, ‘প্রতীক বরাদ্দের পর ব্যালট প্রস্তুত করা হবে। নির্বাচনের তিন-চার দিন আগে সেগুলো জেলায় জেলায় পাঠানো হবে। এরপর কবে কেন্দ্রে পাঠানো হবে সেটা পরে সিদ্ধান্ত হবে।’
তফসিল ঘোষণার পর থেকে প্রশাসনে নিয়োগ, বদলি ও রাজনৈতিক কোনো চাপ অনুভব করছেন কি না-এমন প্রশ্নে ইসি সচিব বলেন, ‘আরপিওতে সুস্পষ্টভাবে বলা আছে নির্বাচনকালীন সরকারের কোন কোন বিষয়গুলো পূর্ব অনুমোদন করতে হবে। সেখানে বলা আছে জেলা প্রশাসক, ডিএমপি কমিশনার ও তাদের অধস্তন কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে ইসির পূর্ব অনুমোদন নিতে হবে। সন্ধ্যায় (গতকাল) তফসিল ঘোষণা হয়েছে। তার আগ মুহূর্তের কাজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। তফসিল ঘোষণার পর আমাদের কাজ।’
গতকাল বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।