পলাশ সাহা,দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদারের নির্দেশে বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধের প্রতিবাদে দুর্গাপুরে অবরোধ বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন পয়েন্টে এ মিছিল হয়।
এসময় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিএনপিবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, দেশব্যাপী যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী অপশক্তি এর বিরুদ্ধে আমরা রাজপথে থেকে তা প্রতিরোধ করব।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন করেছে তার ধারাবাহিকতা নস্যাৎ করতেই বিএনপি-জামায়াতের এই ধ্বংসাত্মক কর্মসূচি। শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা ধরে রাখতে আমাদের নেতা মানু মজুমদারের নির্দেশে রাজপথে থেকে এসব ধ্বংসাত্মক কর্মসূচির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। জনগণের জানমালের নিরাপত্তায় এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা রাজপথে আছি থাকবো।