এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু),
বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী ইউনিয়নে বীরপাশা এলাকায় ঢাকা অভিমুখী মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে দুমরে মুচরে গেছে এ্যাম্বুলেন্স। এসময় এ্যাম্বুলেন্সে কোন রোগি না থাকায় এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নে বীরপাশা বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অ্যাম্বুলেন্সের ড্রাইভার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমপাড়ার মো. তাজুল ইসলামের ছেলে আব্দুল খালেক (৩২)।
খাতিহাতা হাইওয়ে থানার ওসি অকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সততা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।