নিজস্ব প্রতিবেদক/বঙ্গ জার্নাল
আটিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বারবার নির্বাচিত মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ বি এম হেলাল উদ্দিন আজ দুপুর ১২:০০ টায় ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তার মৃত্যুতে শোক জানিয়েছেন মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহীউদ্দীন,মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম-সহ মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সেই সাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।