মোঃ নূর আলম, জেলা প্রতিনিধি,নেত্রকোনা
“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন,উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীগণের আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার নানা আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের অংশগ্রহণে এক র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মো: নাসির উদ্দিনের সঞ্চালনায়,ইউএনও মোঃ আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার,সুসং সরকারি কলেজের প্রভাষক ড. আব্দুর রাশিদ,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিনা আক্তার, পিপুলনারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সভাপতি আবুল কালাম সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ। আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ তিন সমবায় সমিতি’কে সম্মাননা প্রদান করা হয়।
Facebook Comments Box