নিজস্ব প্রতিবেদক | বঙ্গ জার্নাল
শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই।
আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা আহসান হাবিব নাসিম।
বর্তমানে তার মরদেহ উত্তরা আধুনিক হাসপাতালে রয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, হিমু আত্মহত্যা করেছেন।।
হুমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন।
তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি নাট্য জগতে প্রবেশ করেন।
সম্পাদক ও প্রকাশক : বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খান
নির্বাহী সম্পাদক : আল মাহমুদ খান তূর্য