নিজস্ব প্রতিবেদক | বঙ্গ জার্নাল
নতুন করে ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
এই অবরোধ কর্মসূচি রোববার ভোর ৬টায় শুরু হয়ে চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।
আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী আহমেদ দলটির এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন,একইসঙ্গে গত ২৮ অক্টোবর থেকে সরকারবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শুক্রবার (৩ নভেম্বর) সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
রিজভী আহমেদ বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে দলটির ২৭২ এর অধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। মামলা হয়েছে ১৬টি। এসব মামলায় এক হাজারের বেশি আসামি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সঙ্গীরা ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচিতে সমর্থন দিয়েছে।
বঙ্গ জার্নাল/এম আর
সম্পাদক ও প্রকাশক : বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খান
নির্বাহী সম্পাদক : আল মাহমুদ খান তূর্য