বিশেষ প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
১৫ নভেম্বর,বুধবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত একটি চিঠি স্থানীয় সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন তিনি। অবশ্য পদত্যাগের কারণ হিসেবে স্বেচ্ছায় পদত্যাগের কথা উল্লেখ করেছেন তিনি।
ঝুমা তালুকদার বলেন, দুর্গাপুর উপজেলাবাসী আমাকে এমপি জালাল উদ্দিন তালুকদারের কন্যা ও আমার রাজনৈতিক দক্ষতায় ভালোবেসে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার পাশে থাকা সাধারণ মানুষের সেই ভালোবাসা পুঁজি করে আমার এলাকার রাজনৈতিক মুরুব্বিদের দোয়া নিয়ে আমি এ সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, উপজেলা চেয়ারম্যান হিসেবে যে সম্মানী ভাতা পেয়েছি সেটি প্রতি মাসে সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি।
ঝুমা তালুকদার বলেন,আমার বাবা এ আসন থেকে বারবার আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয়েছেন। আমি চাই আমার বাবার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে। দুর্গাপুর-কলমাকান্দার অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এ আসনে মনোনয়ন দিলে দলমত নির্বিশেষে আমি ব্যাপক ভোটে জয়লাভ করবো।
সম্পাদক ও প্রকাশক : বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খান
নির্বাহী সম্পাদক : আল মাহমুদ খান তূর্য