নূর আলম,জেলা প্রতিনিধি, নেত্রকোণা
নেত্রকোণার দুর্গাপুরে দুই দিনব্যাপী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা কমিটির ২২তম সম্মেলন শুরু হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অডিটরিয়ামে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন সিপিবি উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার। এতে প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ এবং সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সভাপতি নলিনী কান্ত সরকার।
এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতি জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম, ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি জহির রায়হান, আদিবাসী নেত্রী পার্বতি রিছিল এবং নারীসেল সভাপতি তাসলিমা খাতুন।
বক্তারা বলেন, হাসিনা সরকারের পতনের পরও দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও লাঞ্ছনার ঘটনা অব্যাহত রয়েছে। শিক্ষক, ছাত্র, সাংবাদিক—কেউই এসব অন্যায়ের হাত থেকে রেহাই পাচ্ছে না। তারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দেশের গরিব-দুঃখী, মেহনতি মানুষের মুক্তির আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান।
জনসভা শেষে বিকেলে একটি লাল পতাকা মিছিল পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
রবিবার মণি সিংহ জাদুঘর হলরুমে বর্তমান কমিটি বিলুপ্ত করে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খান
নির্বাহী সম্পাদক : আল মাহমুদ খান তূর্য