নিজস্ব প্রতিবেদক || সাভার
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য ও ঢাকা জেলা বিএনপির নেতা ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের নেতৃত্বে সাভার পৌর এলাকায় বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২ আগস্ট শনিবার এই কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হয়।
গণসংযোগ চলাকালে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান ৩১ দফার গুরুত্ব এবং গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে এর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন,
“৩১ দফা কর্মসূচি হলো একটি আধুনিক, গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের রূপরেখা। এই লক্ষ্যে পৌঁছাতে হলে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।”
এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রতি জনসমর্থনের আহ্বান জানান।
গণসংযোগ কর্মসূচিতে ব্যারিস্টার শিহাবের সঙ্গে সাভার উপজেলা ও পৌর এলাকার বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খান
নির্বাহী সম্পাদক : আল মাহমুদ খান তূর্য