নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁওয়ে আজ সন্ধ্যায় ক্রেনের সঙ্গে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ক্রেনটি উল্টে যায় ও ইঞ্জিনসহ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ক্রেনটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের উন্নয়ন কাজে ব্যবহৃত হচ্ছিলো।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এই দূর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, তিতাস কমিউটার ট্রেনটি তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এই ঘটনা ঘটেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহার করা একটি ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিন ডিরেইল হয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক : বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খান
নির্বাহী সম্পাদক : আল মাহমুদ খান তূর্য