1. admin@bongojournal24.com : admin :
রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিজয়নগরে জালনোট তৈরীর সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেফতার ৩ গোবিন্দগঞ্জে খেলার মাঠে হাট বসানোর প্রতিবাদে মানববন্ধন দুর্গাপুরে শ্রমিক লীগের আয়োজনে মহান মে দিবস পালিত আমাদের দুঃখ দেখার কি কেউ নেই,প্রশ্ন সাধারণ বালু শ্রমিকদের সরাইলে হত্যা মামলার ১২ জন আসামী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সেমিনার অনুষ্ঠিত শামসুজামান চৌধুরী মেমোরিয়াল মডেল স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরষ্কার প্রদান লালপুরে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন উপহার ব্রাহ্মণবাড়িয়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালিত দুর্গাপুরে ওসির বিরুদ্ধে ৬ চেয়ারম্যান প্রার্থীর  অভিযোগ

তেল ফুরিয়ে যাওয়ায় আসামিদের দিয়ে গাড়ি ঠেলাল পুলিশ

বঙ্গ জার্নাল
  • আপডেট সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৩ বার পঠিত

গাড়িতে করে আসামিদের আদালতে নিয়ে যাওয়ার পথে জ্বালানি তেল শেষ হয়ে যায়। শেষে উপায় না পেয়ে আসামিদের দিয়ে গাড়ি ঠেলায় পুলিশ। ভারতের বিহারের ভাগলপুরের কাছারি চক এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মদ্যপান করার অভিযোগে রোববার (৪ ফেব্রুয়ারি) ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর তাদের পুলিশের ভ্যানে করেই আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু কাছারি চকের কাছে এসে হঠাৎ পুলিশের গাড়িটি থেমে যায়। চালক দেখেন, গাড়ির ট্যাঙ্কে এক ফোঁটাও জ্বালানি নেই। পরে অভিযুক্তদের নামিয়ে গাড়ি ঠেলার নির্দেশ দেন পুলিশ অফিসার। ৫০০ মিটার এভাবেই গাড়ি ঠেলে নিয়ে যেতে হয় তাদের।

এ ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যাচ্ছে ৪ জন অভিযুক্তের কোমরে দড়ি বাঁধা। তারা পিছন থেকে ঠেলতে ঠেলতে গাড়িটিকে নিয়ে যাচ্ছেন। তবে তারা যাতে পালিয়ে যেতে না পারে এজন্য তাদের ওপর কড়া নজর রেখেছেন একজন পুলিশ অফিসার। এভাবে অভিযুক্তদের দিয়ে গাড়ি ঠেলানোর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই। তারা বলছেন, এটা অপরাধ। কেউ কেউ আবার ওই পুলিশ অফিসারের শাস্তির দাবি করেছেন। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রমোদিত নারায়ণ সিংহ সাংবাদিকদের জানান, ঘটনাটির খবর পেয়েছি। আমরা তদন্ত শুরু করেছি। যারা দোষী প্রমাণিত হবেন তাদের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : চ্যানেল টুয়েন্টিফোর।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা