নিজস্ব প্রতিবেদক ||
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসন ভবনের সামনে মানববন্ধন শেষে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও লুতফুর রহমান লিটনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউএনও মেহেদী হাসান খান শাওন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জিয়াদুল হক বাবু,অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, উপাধ্যক্ষ মো: জহির উদ্দিন,প্রভাষক মোহাম্মদ ফখরিয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।