1. admin@bongojournal24.com : admin :
রবিবার, ০৫ মে ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিজয়নগরে জালনোট তৈরীর সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেফতার ৩ গোবিন্দগঞ্জে খেলার মাঠে হাট বসানোর প্রতিবাদে মানববন্ধন দুর্গাপুরে শ্রমিক লীগের আয়োজনে মহান মে দিবস পালিত আমাদের দুঃখ দেখার কি কেউ নেই,প্রশ্ন সাধারণ বালু শ্রমিকদের সরাইলে হত্যা মামলার ১২ জন আসামী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সেমিনার অনুষ্ঠিত শামসুজামান চৌধুরী মেমোরিয়াল মডেল স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরষ্কার প্রদান লালপুরে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন উপহার ব্রাহ্মণবাড়িয়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালিত দুর্গাপুরে ওসির বিরুদ্ধে ৬ চেয়ারম্যান প্রার্থীর  অভিযোগ

বিজয়নগরে বর্ণিল আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বঙ্গ জার্নাল
  • আপডেট সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৯১ বার পঠিত

 

এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু)

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়।

উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক , বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম , পুলিশ প্রশাসন,আওয়ামী লীগ, জাতীয় পার্টি,বিএনপি, ওয়াকার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সংগীতের তালে তালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ,পুলিশ,আনসার ও ভিডিপি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,স্কাউট,গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন, থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রি রানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো: মাছুম, প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী লিটন, বীর মুক্তিযোদ্ধা দবির আহমেদ ভুঞা, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুল , উপজেলার মুক্তিযুদ্ধাবৃন্দ, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে সকাল ১১ টায় উপজেলা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।

মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওমী লীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর মৃধা, ডা: মো: মাছুম, প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, বীর মুক্তিযোদ্ধা দবির আহমেদ ভুঞা, উপজেলা যুব লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.রাসেল খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুর্নিমল সাহা প্রমুুখ।

পরে ৬৮ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার স্বরুপ ব্লেজার কোর্ট প্রদানসহ কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা