মোঃ রুবেল আহমেদ || মাদারিপুর
" অভায়শ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ গড়ি"এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার শাইখা সুলতানা, চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ অফিসার শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার ফেরদৌস ইবনে রহিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,প্রাণিসম্পদ অফিসার ডাঃ তপন পাল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, ব্যবসায়ী ও সাধারণ জনগণ।আয়োজকরা জানান, দেশীয় মাছ সংরক্ষণ,উৎপাদন বৃদ্ধি ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
সম্পাদক ও প্রকাশক : বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খান
নির্বাহী সম্পাদক : আল মাহমুদ খান তূর্য