মোঃ আমিনুল ইসলাম || মাধবপুর (হবিগঞ্জ)
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামের সিএনজি স্টেশন থেকে আধা কিলোমিটার পশ্চিমে মিঠাপুকুর কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত কাঁচা রাস্তার বেহাল অবস্থা চরম ভোগান্তিতে ফেলেছে গ্রামবাসীকে।
সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদা ও পানিতে একাকার হয়ে যায়, ফলে এ পথে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই রাস্তা দিয়েই গ্রামের তিনটি পাড়ার প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী নিয়মিত স্কুলে যাতায়াত করে। কিন্তু বৃষ্টি হলেই শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। একইসাথে মুসল্লীদেরও কষ্ট করে জুমার নামাজে মসজিদে আসতে হয়।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে কাদার কারণে হাঁটা-চলা পর্যন্ত করা যায় না। কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে হিমশিম খায়, রোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া হয়ে পড়ে দুরূহ। শিক্ষার্থীরা কাদা মাড়িয়ে জুতা হাতে নিয়ে স্কুলে যেতে বাধ্য হয়। অনেক সময় রাস্তায় পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটে। ফলে বর্ষার দিনে বিদ্যালয়ে উপস্থিতি কমে যায়।
গ্রামের বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম সেরু মিয়া বলেন, “আমরা বহু বছর ধরে এই রাস্তায় ভোগান্তি পোহাচ্ছি। প্রতিটি নির্বাচনে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। অন্তত ইট সলিং হলেও আমাদের দুর্ভোগ অনেকটা কমত।”
স্থানীয়রা দ্রুত এই রাস্তাটিকে পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খান
নির্বাহী সম্পাদক : আল মাহমুদ খান তূর্য