মো:দেলোয়ার হোসেন || সাভার
সাভারে লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পেইনে লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিরোধী কথাবার্তা ,গণস্বাক্ষর এবং কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়।
রোববার (১০ ডিসেম্বর) আরএইচস্টেপ আর এইচআরএন-২ প্রকল্পে আওতায় সাভার উপজেলার বিভিন্ন স্থানে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এসময় ক্যাম্পেইনের মাধ্যমে লিফলেট,হাতপাখা ও টি শার্ট বিতরণ করা হয়।
এ ক্যাম্পেইনে ইয়ুথ অফিসার আরএইচস্টেপ প্রসেনজিত দাস জন সাধারণের উদ্দেশ্যে বলেন,নারী নির্যাতনের হার বাংলাদেশে উল্লেখযোগ্য হারে বাড়ছে। এর পাশপাশি স্ত্রী নির্যাতনের হার বিশে^র মধ্যে প্রথম স্থানে বাংলাদেশ।নারীরা কর্মক্ষেত্রেও বৈষম্যের শিকারের পাশাপাশি যৌন হয়রানিসহ নানা ভাবে হয় রানির শিকার হচ্ছে বলে জানান তিনি।
অনুষ্ঠিত ক্যাম্পেইনে একটি সুসজ্জিত পিকআপ ভ্যানে সাভারের বিভিন্ন স্থান প্রদর্শন করেন।সেই সাথে ক্যাম্পেইনে প্রতিযোগীতা অনুষ্ঠান এবং গণস্বাক্ষরে সাধারণ মানুষের স্বতঃস্ফ‚র্ত অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সম্পাদক ও প্রকাশক : বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খান
নির্বাহী সম্পাদক : আল মাহমুদ খান তূর্য