এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু) ||
ব্রাহ্মণবাড়িয়া
গতবছর দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ওরশ স্হগিতের পর এবছর ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুরস্থ প্রখ্যাত আউলিয়া শাহ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) প্রকাশ্য শাহপীর কেল্লা শাহ্ মাজারে সপ্তাহ ব্যাপী বার্ষিক ওরশ মোবারক আগামী ১০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ।
আজ সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় মাজার শরীফ কমপ্লেক্সের দ্বিতীয়তলায় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ওরশ উদযাপনের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন মাজার কমিটির নেতৃবৃন্দ। এসময় আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও মাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি জি.এম. রাশেদুল ইসলাম বলেন, কল্লা শহীদ (র.) ওরশ উপলক্ষে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে মাজার এলাকায়। সপ্তাহব্যাপী ওরস এবং মাসব্যাপী মেলাকে কেন্দ্র করে এ ওরশে আগত মাজারের ভক্ত-আশেকানদের ইবাদত-বন্দেগী, নামাজ, জিয়ারত, কোরআন তেলাওয়াত, মিলাদ, তবারক বিতরণ, মাজার এলাকায় আইনশৃঙ্খলা, স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড নির্বিঘ্নে পালনে প্রশাসনও নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
মাজার এলাকার নিরাপত্তায় পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, আনসারসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিত ভাবে কাজ করবে। পাশাপাশি খাদেম স্বেচ্ছাসেবক সদস্যরা দায়িত্ব পালন করবে। নদীতে নৌকা যোগে পুলিশি টহল থাকবে এবং মাজার এলাকায় ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বক্ষনিক প্রস্তুত থাকবে। তাছাড়াও চিকিৎসা সেবা দেওয়ার জন্য একটি মেডিকেল টিম সার্বক্ষনিক কাজ করবেন । তিনি আরও বলেন, মাজার এলাকায় পকেটমার, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকান্ড করার কোন সুযোগ নাই। প্রশাসন তা কঠোর হাতে দমন করবে। অনাকাঙ্খিত ট্রেন দূর্ঘটনা রোধে মাজার সংলগ্ন রেলপথে রেলওয়ে পুলিশ মোতায়েন থাকবেন। মাজার এলাকা সার্বক্ষনিক সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে। সকলের সহযোগিতায় সুষ্ঠু ভাবে ওরশ উদযাপন করতে পারবেন বলেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এর আগে স্বাগত বক্তব্যে মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, আগামী ১০ আগষ্ট থেকে ১৬ আগষ্ট পর্যন্ত কল্লা শহীদ (র.) বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে। ১৪ আগষ্ট দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ওরশ উদযাপনে সকলের সহযোগিতা কামনা করে তিনি সকলকে ওরশের আমন্ত্রণ জানান। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাজার কমিটির সদস্য কাজী শরীফ খাদেম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস. এম. ফয়সল উদ্দিন, মাজার কমিটির সদস্য তাকদির খান খাদেম, কামরুল হাসান খাদেম, রাজিব খাদেম, সাকির উদ্দিন খাদেম ও কাজী রুপন খাদেম প্রমুখ।
এদিকে ওরশকে কেন্দ্র করে মাজার এলাকায় সৌন্দর্য্যবর্ধনসহ আলোকসজ্জার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। পাশাপাশি মাজার এলাকায় দোকান ও স্টল নিমার্ণে ব্যস্ত সময় পার করছে সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক : বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খান
নির্বাহী সম্পাদক : আল মাহমুদ খান তূর্য