সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গোৎসবের আজ তৃতীয় দিনে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কেএম ইয়াসির আরাফাত শারদীয় দুর্গাপূজার নবমীতে জেলার মাটিরাঙা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,খাগড়াছড়ি এর নির্দেশনায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙা উপজেলার বিভিন্ন শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন ও স্হানীয় জনগণের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় মাটিরাঙা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার হেদায়েত উল্যাহ(অ.দা.) মাটিরাঙ্গা থানার ওসি মোঃ আলী, স্হানীয় ইউপি চেয়ারম্যানগণ, পূজামন্ডপের সভাপতিসহ সংশ্লিষ্ট সকলে উপস্হিত ছিলেন।
তিনি পূজা মন্ডপগুলোর সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং এলাকার সনাতন ধর্মাবলম্বী নেতা ও ভক্তবৃন্দের এবং মন্ডপে আগত মানুষজনের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।