শেখ রাসেল
দীপ্ত জয়োল্লাস
অদম্য আত্মবিশ্বাস” <
এই প্রতিপাদ্যকে সামনে রেখে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, কেক কাটা ও পুরষ্কার বিতরনী আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাজিয়া পারভীন,অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. জাকির হোসেন প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ফ্রিল্যান্সারগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শুরুর পূর্বে কেক কেটে দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।