ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবা সেবনরত অবস্থায় মাদকাসক্ত যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা দেয়া হয়েছে।
আজ (৭ নভেম্বর) রোববার বিকাল সোয়া ৩ টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের মাদকাসক্ত মোঃ জিল্লুর রহমান (৩৪)কে তার নিজ বসত ঘরে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। পরে আটককৃত যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ মাসের জেল ও ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা
সাজাপ্রাপ্ত যুবক হলেন- পাহাড়পুর ইউনিয়নে খাটিংগা গ্রামের মৃত জাফর আলীর ছেলে মোঃ জিল্লুর রহমান (৩৪)।