ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ- জাফরগন্জ রাস্তার মৈন্দ ঈদগাহ্ সংলগ্ন রাস্তার গাছ অনুমতি বিহীন কেটে নিলেন মৈন্দ মুন্সীবাড়ীর হাকিম মুন্সীর ছেলে নাছির মুন্সী। প্রধান মন্ত্রীরদেয়া আশ্রয়ন প্রকল্পের সামনের রাস্তায় রয়েছে গাছগুলি তবে এ গাছ কাটতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগে আর নাছির কোন অনুমতি না নিয়েই গাছ কেটে ফেলেন।এব্যাপারে অভিযুক্ত নাছিরের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান,আমি রাস্তার গাছ কাটিনি আমার লাগানো গাছ আমি কাটছি এবং গাছ গুলি আমার জমির আইলের উপর রয়েছে।তিনি আরো বলেন,পশ্ববর্তী জায়গার উপর কিছু গাছ ছিল গত কিছুদিন আগে আমাদের মজলিশ পুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম সাহেব তিনি গাছগুলি বিক্রি করেছেন।তখন আমি কিছু বলিনাই।
এ এব্যাপারে মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী তাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান,আমি গাছ কাটার ব্যাপারে কিছুই জানিনা। আমি রাস্তার গাছ বিক্রি করব কেন।যে গাছ কাটতেছে আমি বাধা দেওয়ার জন্য লোক পাঠাব সে কার গাছ কাটবে কার অনুমতি নিয়ে গাছ কাটছে আমি জানিনা।তবে তহসীলদারকে এখনই এব্যাপারে খবর নিতে এবং বাধা দিতে বলছি। মজলিশপুর ইউনিয়ন তহসীলদার জামাল উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এব্যাপারে কিছুই জানেন না।তবে এ গাছ কাটা বা বিক্রির সাথে তহসীল অফিসের সহকারী তহসীলদার আবু ছলেকের যোগসাজশ রয়েছে বলে এলাকার অনেকেই জানায়।