মানিকগঞ্জে সদর উপজেলায় ২নং পুটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নকে ঘিরে তৃণমূলের কর্মী–সমর্থক এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। জনগণের মতামতের উপর ভিত্তি করে যোগ্য ব্যক্তি দলীয় মনোনয়ন–নৌকা না পাওয়ায় অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন। তেমনি হাজারো মানুষের সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন পুলাইল ইউনিয়নের গতবারেরে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনকারী, জলিল মোল্লা । তরুণ, উচ্চশিক্ষিত, সজ্জন ও পরোপকারী আব্দুল জলিল মোল্লা কে জেতাতে সাধরণ জনগণ জোট বেধে একাট্টা হয়ে মাঠে নেমেছে। ইউপি নির্বাচনকে ঘিরে আব্দুল জলিল মোল্লা জানান,আমি স্বৈচার বিরুধী আন্দোলনে অংশগ্রহণ করারা মাধ্যমে আওয়ামীলীগের রাজনীতি শুরু করি। এর পর প্রতিটি আন্দোন সংগ্রামে শুধু অংশগ্রহণই করিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আমি টানা দুইবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করি। তিনি আরও বলেন, বিগত নির্বাচনের পর থেকে সুখে দুঃখে সবসময় ইউনিয়নবাসীর সাথে ছিলাম, জনগণের ডাকে সারা দিয়ে যেকোন মূহুর্তে ছুটে গেছি। বিপদে আপদে মানুষের পাশে দাড়িয়েছি। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছি। ১০টি বছর নির্বাচনী এলাকায় অক্লান্ত পরিশ্রম করে এলাকায় উন্নয়ন মূলক কাজ করছি, জনগনের মনে আস্থা অর্জন করেছি । অথচ জনমতকে উপেক্ষা করে, আসন্ন নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন না দেওয়া। এতে করে সাধারণ জনগণ মারাত্মকভাবে মর্মাহত হয়েছেন, ব্যাথিত হয়েছেন এবং বিক্ষুব্ধ হয়েছেন। আমি আওয়ামীলীগ করি, আমি নৌকার বিপক্ষে না। জনগন সঠিক নৌকার মাঝি না পাওয়ায় আমাকে নির্বাচনে যেতে অনুরোধ করেছে। তাদের ভালবাসার উপর ভিত্তি করে আমি মনোনয়ন ফরম দাখিল করেছি এবং জনগণকে নিয়ে মাঠে নির্বাচন করছি। জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, মাননীয় প্রধানমন্ত্রী যে রূপকল্প দিয়েছেন ক্ষুধা মুক্ত, দারিদ্র্য মুক্ত ও উন্নত সোনার বাংলা গড়ার সে লক্ষ্যে কাজ করে যাবো। সব সময় জনগণের সুখে–দুঃখে পাশে থাকতে চাই। যা আমি আগেও ছিলাম।