”নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাছুম
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরূপা ভৌমিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহেনেওয়াজ, সাংবাদিক জিয়াদুল হক, এস এম টিপু চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদ মোঃ রাসেল খান সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বঙ্গ জার্নাল নিউজ/টিপু