আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচটি ক্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।
জয়িতারা হলেন- মোছাঃ স্বপ্না বেগম, মিনারা বেগম, মোছাঃ রুপা বেগম, মোসাঃ চাঁদনী আক্তার, পাপিয়া সারোয়ার।
জয়িতাদের হাতে সম্মাননা পুরষ্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, নাছিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাছুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরূপা ভৌমিক প্রমুখ।
বঙ্গ জার্নাল নিউজ/টিপু