অসহায় মুক্তিযোদ্ধা সন্তানের শেষ সম্বল বসতভিটা রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন জানিয়েছেন বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম মোঃ আলী মোল্লার ছেলে মোঃ আবুল কালাম আজাদ। আবেদনে বিজয়নগর উপজেলার কালিসীমা গ্রামের মারফত আলী, মোঃ মনছুর আলী, মোঃ নান্নু মিয়া, দ্বীপচান ভৌমিকসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ে দাখিলকৃত আবেদন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩/৪ বছর আগে মারফত আলী ও তার সহযোগিরা পূর্বপরিকল্পিত ও অন্যায়ভাবে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ আলী মোল্লার স্ত্রী মরহুম বেগম আফিয়া বেগমের চান্দুরা মৌজার ৯৬৮নং বিএস খতিয়ান, ৬৮০২নং দাগের .০৭৮১ শতক জায়গা উপর সাইড ওয়াল দিয়ে টিনশেড ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছে। এ বিষয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিস-দরবার করেও ভূমিদস্যুদের উচ্ছেদে ব্যর্থ হন মুক্তিযোদ্ধার সন্তান আবুল কালাম আজাদ। দখলদারদের অব্যাহত হুমকি ও প্রতিনিয়ত দাপটে অসহায় পরিবারটি বাইরে মানবেতর দিনাতিপাত করতে বাধ্য হচ্ছে। এছাড়া দাখিলকৃত আবেদনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের নিকট অসহায় মুক্তিযোদ্ধার পরিবারকে রক্ষাসহ জবরদখলকারীদের কবল থেকে একমাত্র সম্বল তপসিলোক্ত সম্পত্তি বসতভিটা উদ্ধারের জন্য মুক্তিযোদ্ধার সন্তান আবুল কালাম আজাদ আবেদন করেছেন।
বঙ্গ জার্নাল নিউজ/রিপন