মহান মুক্তিযুদ্ধের বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিজয় শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, আওয়ামী লীগ সহঃসভাপতি এডভোকেট মজিবুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সদস্য বিপ্লব মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার,জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম সফিক, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান,সহ সভাপতি পাভেল চৌধুরী, সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি, সহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগন।