ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১০ ইউপি নির্বাচনের শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ চলছে।
আজ রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহন চলবে।
আইন শৃংখলা রক্ষার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।
উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০৫ জন ও সাধারণ সদস্য পদে ২৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১০ ইউনিয়ন মোট ভোটার ১ লক্ষ ৮৬ হাজার ৮৬৪ জন। এরই মধ্যে নারী ভোটার ৯০ হাজার, পুরুষ ভোটার ৯৬ হাজার ৮৬৪ জন। ১০৫ টি কেন্দ্র ৪৭৩ বুথে ভোটগ্রহণ চলছে।