‘নয় পেরিয়ে দশে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’
এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে এশিয়ান টিভির নবম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় র্যালী, আলোচনা সভা, কেক কাটা ও নৈশ ভোজের মধ্য দিয়ে দেশের বহুল প্রচারিত বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টিভির নবম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে লক্ষ্মীপুরের রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট এর অস্থায়ী কার্যালয়ে।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম টিটুর আয়োজনে উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) অনজন দাশ।
সাংবাদিক আজম খাঁনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন, পৌর কাউন্সিলর ইউছুফ আলী বিএসএস, গাজী সুপার মার্কেটের সভাপতি মো. আরিফ হোসেন ও রায়পুর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন রুবেলসহ অনেকে।
এছাড়াও বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতা-কর্মীসহ জেলা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ প্রায় শতাধিক ব্যক্তির উপস্থিতি লক্ষ করা গেছে অনুষ্ঠানটিতে।
অনুষ্ঠানে বক্তারা এশিয়ান টিভির উত্তরোত্তর সফলতা কামনাসহ বিশেষ ধন্যবাদ প্রকাশ করেন।