ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অগ্নিকাণ্ডে একটি পরিবারের দুইটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (৫ ফ্রেব্রুয়ারী) দুপুর আড়াইটার সময় উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা (বড়বাড়ি) মৃত আব্দুল মমিনের ছেলে মোঃ লোকমান হোসেন জাকির ও কামাল হোসেনের দুইটি বসত ঘর পুড়ে ছাই গেছে । এতে করে একবারে নিঃশ্ব হয়ে গেল পরিবারটি। দুই ভাইয়ের পরিবারে ৮ সদস্যর বসবাসেরস্থল ভয়াবহ অগ্নিকাণ্ডে একবারেই ছাই হয় গেল মাত্র ৩০ মিনিটেই। অগ্নিকাণ্ডে খবর পেয়ে আশপাশের নারী পুরুষের সহযোগিতায় প্রায় ৩০ মিনিট প্রচেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষটাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলে জানা গেছে।
বুল্লা চেঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া জানান, হঠাৎ আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন এসে পানি ও বালু দিয়ে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে এরই মধ্যে দুইটি বসতঘর সহ ঘরে যা কিছু ছিল সবই পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনার খবর পেয়ে থানা পুলিশের সহকারি পুলিশ পরিদর্শক মিল্টন রক্ষিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করেন।