ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দৈনিক যুগান্তর পত্রিকার ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ রোববার (৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রতিনিধি সারোয়ার হাজারীর উদ্যোগে কেক কাটা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, ওসি মির্জা মোঃ হাছান, প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান, শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও যুগান্তরের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযুদ্ধা প্রয়াত নুরুল ইসলামের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।