সোমবার (৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা পুলিশ, বিরিশিরি কালচারাল একাডেমী, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
পরে উপজেলা পরিষদ মিলনাতয়নে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের উপর আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, মুকিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহবার হোসেন তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, দূর্গাপুর সার্কেলের এএসপি মাহমুদা শারমীন নেলী, থানা তদন্ত ওসি মীর মাহাবুবুর রহমান প্রমুখ।