বিশ্ব শান্তি ও সকল জীবের মঙ্গল ও কল্যাণ কামনায় নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের দশভুজা বাড়ী মন্দিরে শুরু হয়েছে ৪০ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন। বৃহস্পতিবার (১০মার্চ) হইতে সোমবার (১৪ মার্চ) অরুণোদয় পর্যন্ত চলবে এ হরিনাম সংকীর্তন। মঙ্গলবার (১৫মার্চ) হবে অষ্টকালীন লীলাকীর্তন।
কীর্তন পরিচালনা কমিটির সভাপতি রঞ্জিত সেন বলেন, জগতের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় এ মহোৎসব শুরু হয়েছে। এ বছর দেশের বিভিন্ন জেলার ৬টি দল কীর্তন পরিবেশন করছে। আগামী মঙ্গলবার (১৫ মার্চ) অনুষ্ঠেয় লীলা কীর্তন পরিবেশন করবেন রংপুরের হরেকৃষ্ণ সম্প্রদায়, গাজীপুরের কিশোর কুমার পাল ও নওগাঁর কুমারী সুমিতা সরকার ( মিতালী)।
কীর্তন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রভাত সাহা বলেন, প্রতি বছরের মতো এবারও বিশ্ব শান্তি কামনায় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শুরু হয়েছে সংকীর্তন। সংকীর্তনে আগত ভক্তবৃন্দের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে।আগামী বুধবার (১৬ মার্চ)নগর কীর্তন,কুঞ্জ ভঙ্গ, দধিমঙ্গল, প্রসাদ বিতরন ও মহন্ত বিদায়ের নাধ্যমে এ মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ হবে।