নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখায় ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে চার বাংলাদেশি নারী উদ্যোক্তাকে সম্মাননা দেয়া হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ফ্রান্সের রাজধানী প্যারিসের সায়েন্টোলজি সেন্টারের সেলিব্রিটি থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত নারী উদ্যোক্তারা হলেন হ্যাপী চৌধুরী, উম্মে কুলসুম অন্তরা, মাহমুদা রহমান এবং মিনা গোমেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল কবির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েন্টোলজি সেন্টারের পাবলিক রিলেশন অফিসার মার্টিন রেইন।
অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন,নারীর বৈশ্বিক পদচারণা এবং নারী জাগরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন মামুন, প্রবাসের আলো সম্পাদক ওমর ফারুক,মাসিক মুকুল প্রতিনিধি আব্দুল আজিজ সেলিম, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুল , সাংবাদিক ফরিদ আহমদ রনি ,ইউরো বাংলা টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি তানজু চৌধুরী সহ অনেকে।
(সম্পাদিত)