1. admin@bongojournal24.com : admin :
গণমাধ্যমকর্মী আব্দুস সালাম রুবেলের তৎপরতায় যেভাবে উদ্ধার হলো অপহৃত শিশুটি - বঙ্গ জার্নাল
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
কথিত সাংবাদিক মামুনের চাঁদাবাজির বিরুদ্ধে দুর্গাপুরে মানববন্ধন দুর্গাপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখম করলো সন্ত্রাসীরা নিদারাবাদ ইউনিয়ন স্কুল এন্ড কলেজের প্রভাষক নিয়োগে কারসাজি ও অনিয়মের অভিযোগ ইত্যাদির নেত্রকোণা পর্ব প্রচার হবে ২৯ সেপ্টেম্বর বিটিভিতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন জব্দ, আটক-৭ কলমাকান্দায় অসহায়ের মাঝে অনুদানের চেক বিতরণ কলমাকান্দায় ইউনিয়ন যুবলীগের আংশিক কমিটি ঘোষণা কলমাকান্দায় জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরন দুর্গাপুরে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে গুলি ও বন্দুকসহ ৬ ডাকাত গ্রেফতার

গণমাধ্যমকর্মী আব্দুস সালাম রুবেলের তৎপরতায় যেভাবে উদ্ধার হলো অপহৃত শিশুটি

  • প্রকাশিত : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১৫২ বার পঠিত

ঢাকার সাভারে গণমাধ্যমকর্মী আব্দুস সালাম রুবেলের তৎপরতায় উদ্ধার হলো অপহৃত শিশু জামেলা।

সাভারে খেলার সময় জামেলা নামের তিন বছরের কন্যা শিশুকে তুলে নিয়ে যাওয়া সেই বোরখা পড়া নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে স্থানীয় গণমাধ্যমকর্মীর সহায়তায় তাকে গ্রেপ্তার করে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নারীর নাম পারভীন আক্তার। তিনি টাঙ্গাইল জেলার কালিহাতী থানার কুচুটি গ্রামের শমশের আলীর মেয়ে। তিনি সাভারের কোর্টবাড়ি এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

চুরি যাওয়া শিশু জামেলা রাজবাড়ী জেলার বাসিন্দা। সে তার নানী ও মা শিলা বেগমের সাথে থানা রোড এলাকার সুপারশপ স্বপ্নের পিছনে মৃত আরব আলীর বাড়িতে ভাড়া থাকতো।

শিশু উদ্ধার করা স্থানীয় গণমাধ্যম কর্মী আব্দুস সালাম রুবেল বলেন,  রাত ১২ টার দিকে খবর পাই ওই শিশু সাভারের নামাবাজারের জব্বর মসজিদ সংলগ্ন এলাকার দুলালের বাড়িতে রয়েছে। রাত সাড়ে ১২ টার দিকে সেখানে গিয়ে জানতে পারি বিকেলে পারভীন ওই শিশুটিকে নিয়ে গেছে। গতকাল থেকে দুলালের বাড়ির ভাড়াটিয়া লিপি বেগমের কাছে ছিল জামেলা। সেখানে পারভীনের পরিবারের সদস্যদের দেখতে পাই। পরে তাদের কাছ থেকে পারভীনের ফোন নম্বর নিয়ে তাকে ফোন করি এবং বলি জামেলাকে দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তখন পারভীন তার অবস্থান সম্পর্কে জানান। পরে রাত ১ টার দিকে সাভারের কলমা এলাকায় একটি দোকানের সামনে গিয়ে পারভীনসহ ওই শিশুকে দেখতে পাই। পরে সাভার মডেল থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে পারভীনকে গ্রেপ্তার করে শিশু জামেলাকে উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, স্থানীয় গণমাধ্যম কর্মীর দেওয়া তথ্যের ভিত্তিতে কলমা এলাকায় সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলামসহ পুলিশের একটি টিম যায়। সেখানে গিয়ে চুরি যাওয়া শিশু জামেলাকে উদ্ধার করে পারভীনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত নারী পারভীন কোন শিশু অপহরণ চক্রের সাথে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন: জামেলা নামের তিন বছরের এক শিশুকে অপহরণ

এদিকে, উদ্ধার হওয়া শিশু কন্যার মা পোশাক কারখারখানার শ্রমিক শিলা বেগম তাঁর সন্তানকে ফিরে পেয়ে আনন্দিত। শিশু জামেলার স্বজনরা গ্রেপ্তারকৃত নারী পারভীনের কঠিন শাস্তির দাবী জানান।

এর আগে বুধবার (৯ মার্চ) সাভারে খেলার জন্য বাসার বাইরে বের হতেই জামেলা নামের তিন বছরের ওই শিশুকে নিয়ে পালিয়ে যান এক নারী। এ ঘটনায় বৃহস্পতিবার (১০ মার্চ) সাভার থানায় মামলা করেন শিশুর মা শিলা আক্তার।

সাভারের থানা রোড এলাকার সুপারশপ স্বপ্নের সামনে এ ঘটনা ঘটে। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা যায়, ওই নারী শিশুকে নিয়ে দ্রুত হেঁটে যান।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Bongo Journal 24
Theme Customized By Shakil IT Park