মানিকগঞ্জের নবগ্রাম এলাকায় রাস্তার ধারে অজ্ঞাত এক নারীর (৩০) মরদেহ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের কড়ইতলা এলাকায় সড়কের পাশ থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই নারী প্রায় একমাস ধরে নবগ্রাম এলাকার বিভিন্ন স্থানে ভাসমানভাবে অবস্থান করছিলেন এবং তিনি মানসিক রোগে ভুগছিলেন। স্থানীয়রা একাধিকবার পরিচয় নিশ্চিত করতে তার সঙ্গে কথা বললেও নাম-পরিচয় জানতে পারেনি।
স্থানীয় ইউপি (ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদী সুহাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাসখানেক ধরেই ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে থাকেন। আজ বিকালে সে মারা যায়। কিন্তু তার নাম-পরিচয় কিছুই জানা যায়নি। তথ্য নিশ্চিতের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের ছবিসহ প্রকাশ করা হয়েছে।
বিষয়টি পুলিশকে জানিয়ে স্থানীয়ভাবে মরদেহ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।