নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে
সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। আজ সকালে নারান্দিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম কোকিলা আক্তার (২২)। তিনি নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মো. নূর আল আমিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ওই সিএনজি দ্রুত বেগে চলতে চলতে হঠাৎ উল্টে খাদে পড়ে যায়। এতে ওই নারী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায় সিএনজিটি পূর্বধলা উপজেলার হিরণপুর এলাকায় পৌঁছতেই একসময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে ওই আহত নারীকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শফিউর রহমান জানান, সিএনজি চালক পলাতক রয়েছে। তবে সিএনজিটি আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইননানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহত নারীর লাশ নেত্রকোনা সদর হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।