মানিকগঞ্জে মহান স্বাধীনতা স্থপতি , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন (মুজিব বর্ষ) উপলক্ষে মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে মানিকগঞ্জ জেলা ও পৌর এবং দেবেন্দ্র কলেজ ছাত্রলীগ ।
আজ ১৭ ই মার্চ ২০২২ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আসে।
সেখানে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক,রাজিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আছিবুল ইসলাম ত্রোয় এবং পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ আহদ পিয়াস ও সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার এবং সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিম হোসেন ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন শিশির সহ অসংখ্য নেতাকর্মী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এই সময় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বলেন আজ বাঙালি জাতির পিতা ১০২ তম জন্মদিন। যিনি জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা স্বাধীনতা পেতাম না।
আজ বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন উপলক্ষে আমরা মানিকগঞ্জ জেলা ও পৌর ছাত্রলীগ এবং দেবেন্দ্র কলেজ ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে আমরা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি ।
এ বিষয়ে পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ আহমেদ পিয়াস ও সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আমরা নানা কর্মসূচি হাতে নিয়েছে। দিনটিকে উৎসবমুখর ও সফল করতে আমাদের ক্ষুদ্র চেষ্টা অব্যাহিত রয়েছে।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিম হোসেন ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন শিশির বঙ্গ জার্নালকে জানান যে , বিকালে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে মানিকগঞ্জ শহীদ স্মৃতিস্তম্বে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন করা হবে।