শিবালয় উপজেলার টেপড়া দশচিড়া এলাকার আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থী জেরিন তাসনিম ও একই স্কুলের শিক্ষক ফাতেমা আক্তার গাড়িচাপায় নিহত হয়েছে। সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনডিই কোম্পানির এই গাড়িটি স্কুল প্রাঙ্গনের জায়গা ভাড়া নিয়ে কয়েকমাস যাবৎ ধরে রাখছে। সোমবার সকালে স্কুলে সকালের খাবার বিরতিকালীন সময়ে শিক্ষার্থীরা খাবার খেতে স্কুল প্রাঙ্গনে আসে। এ সময় গাড়ির চালক গাড়িটিকে স্কুল থেকে বের করার উদ্দেশ্যে চালু করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সম্মুখে অবস্থানরত শিক্ষক ও শিক্ষার্থীদের চাপা দেয়। এরপর এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেরিন তাসনিমকে মৃত ঘোষণা করে
এছাড়া আহত ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ২ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ও একজনকে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরে স্কুল শিক্ষক ফাতেমা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্কুলের জায়গায় গাড়ি পার্কিং এর কাজে ভাড়া দেয়ায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
এ সময় স্কুলের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক পালিয়ে যেতে সক্ষম হলেও ঘাতক গাড়িটির চালককে আটক করে এলাকাবাসী। পরে শিবালয় থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।