নেত্রকোনায় নিষিদ্ধ মাদক ইয়াবা, প্যাথেডিন ইনজেকশন ও হেরোইন সহ চার মাদক কারবারি ধরা পড়েছে। গত সোমবার রাতে ও মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের এসব মাদক সহ আটক করে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আটককৃতরা হলেন নেত্রকোনা সদর উপজেলার লামছুড়ি গ্রামের মো. আলহাদ মিয়া (৪৫), কাটলী গ্রামের মো. শিপন মিয়া (২৫), একই গ্রামের মো. ওমর ফারুক (২৬) ও ময়মনসিংহের গৌরিপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. জজ মিয়া (৪২)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জজ মিয়া ও আলহাদ মিয়াকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের মহিষাটি বাজারে ৩০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আর শিপন মিয়া ও ওমর ফারুককে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের জয়নগর হাসপাতাল রোড এলাকা থেকে ১০ পিস প্যাথেডিন ইনজেকশন ও ১০ পুরিয়া হেরোইন সহ আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রফিকুল ইসলাম বলেন,বেশ কিছুদিন ধরেই এসব মাদক কারবারির উপর নজর রাখছিলো পুলিশ। অবশেষে তাদের আটক করা সম্ভব হলো। এ ঘটনায় তাদের নামে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।