লক্ষ্মীপুরের ১৬ নং শাকচর ইউনিয়ন আবদুল্লাহ আল ফয়সাল (২৪) নামের এক বাসিন্ধা ২২ মার্চ রোজ মঙ্গলবার রাত আনুমানিক ১১ টায় আত্মহত্যার চেষ্টা করেন । উক্ত চেষ্টার পূর্বে তিনি তার ফেসবুক আইডি থেকে একটি হৃদয় বিদারক পোস্ট করেন।যেখানে তিনি আত্মহত্যার উদ্দেশ্যে বের হয়েছেন জানান এবং আত্য হত্যার কারণ “বেকারত্ব ” জানান।
তার ফেসবুক পোস্ট এ তিনি বলেন, ” আল্লাহর ইজ্জতের কসম করে বলছি!আমি আত্মহত্যা করতে বের হলাম সকালে আমার মৃত্যু সংবাদ জানবে সবাই।হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিয়েন।সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আমার পরিবারের সাথে আমি হাসি মুখে ছিলাম।আসলেই দুনিয়াতে আমি মা বাবার বাড়তি সন্তান আর একজন ব্যর্থ, গরীব, বেকার ছেলে।তাদেরকে বুঝতে দিইনি। তাদেরকে সান্তনা দেবেন সবাই। আমি কারো স্বপ্নের মত নই, কেবলই কল্পনা! আমার কান্না, আহাজারি কারো মন গলাতে পারে না। এই দুনিয়া স্বার্থবাজদের হোক, সামর্থ্যবানদের হোক। গরীব, বেকারদের শেষ ঠাই যেন জান্নাত হয়। কিন্তু আল্লাহ যেন আমার কষ্টের কথা বিবেচনা করে আমাকে দয়া করেন। আপনারা আমার জন্য দুআ করবেন প্লিজ।আমি জানি আমি তাওবাবিহীন পাপটি করতে যাচ্ছি।দুনিয়া থেকে আমার কবরে যেন কিছু সাহায্য পৌঁছে।বিদায়!”
পারিবারিক কলহ ও বেকারত্বের কারণে তিনি এ পদক্ষেপ টি গ্রহণ করেন।জানা যায় যে তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ বিবিএ ম্যানেজমেন্ট এর শিক্ষার্থী ছিলেন।সর্ব শেষ খবর জানা পর্যন্ত তিনি এখন সুস্থ আছেন।