আর্ট এমন একটি বিষয়, মানুষের আবেগ থেকে যার জন্ম, সুন্দরের প্রতি আকাঙ্ক্ষা থেকে যার বিকাশ; সৃজনশীল মানুষের হাতে যার প্রকাশ ও উৎকর্ষতা। সৃজনশীল মানুষ কখনও স্রেফ সুন্দরের প্রতি আকাঙ্ক্ষাবশত আপন আনন্দে শিল্পের জন্ম দিয়েছেন, কখনও আবার প্রয়োজনের তাগিদে শিল্পের আশ্রয় নিয়েছেন। তেমনই একজন নাম তার তাহসান তোহেল। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষের ছাত্র। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছে সে। পুরো ছবিটি হাতে পেনসিলে আঁকা হলেও দেখতে যেন জীবন্ত। তাহসান তোহেল এর পেন্সিলে আকাঁ ছবিটি এখন সর্বমহলে প্রশংসিত হচ্ছে। তার ইচ্ছা নিজের হাতে আঁকা বঙ্গবন্ধুর ছবিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার।
জানা যায়, গাজীপুর, কাপাসিয়ার’র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার পেন্সিলে করা আর্ট লাগানো আছে এমন কিছু আর্ট যা ছাত্রদের জন্য উপকারে আসে এবং তারা উপলব্ধি করতে পারে। যেমন মুক্তিযুদ্ধের চিত্র, বিজ্ঞানের অংশ, যা ছাত্রদের চোখের সামনে দেখতে পায়।
জানতে চাইলে তাহসান তোহেল বঙ্গজার্নাল ২৪ কে জানান,
আমার কোন ওস্তাদ নাই, আর্ট এর প্রতি আমার ভাল লাগা কাজ করে ছোট থেকেই, আমি যখন ক্লাস ওয়ান এ পড়ি তখন থেকে ই আমার বইয়ের মাঝে যে পিকচার দেকতাম সেটা নিয়ে আঁকা আঁকি করতাম আমার বইয়ের মাঝে ই, অনেক ভাল লাগতো, একটু একটু করে করে আজকে এ পর্যন্ত আসা। আমার আর্ট দিয়ে সকলের মাঝে ভালবাসার জায়গা করে নিতে চাই,আর্ট এর জন্য কোনো পেমেন্ট নেই না। শুধু মানুষের ভালোবাসা ও দোয়া চাই।