নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়ায় অগ্নিকাণ্ডে একটি ইলেকট্রনিক্স দোকান ও ইলেকট্রনিক্স মালামালের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে৷
শুক্রবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার ফজরের নামাজ শেষে স্থানীয়রা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পায় শমশের আলীর ইলেকট্রনিক্স দোকানের ভিতর আগুন জ্বলছে। এর কিছুক্ষণ পর আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে পাশের পান্ডু সাহার ইলেকট্রনিক্সের গোডাউনেও আগুন লেগে যায়। চারদিকে ক্রমশ ধোঁয়া ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে।স্থানীয়রা তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক্স ব্যবসায়ী শমশের আলী বলেন, ফজরের নামাজের পর স্থানীয়দের চিৎকারে আমি ঘুম থেকে উঠে দোকানে গিয়ে দেখতে পাই আমার দোকানের ভিতর আগুন জ্বলছে। পরে স্থানীয় বসিন্দা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আমার দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। দোকানে অনেকগুলো নতুন এলইডি টিভি ছিলো। সব মিলিয়ে আমার প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত অপর ইলেকট্রনিক্স ব্যবসায়ী পান্ডু সাহা বলেন, মোবাইল ফোনে সংবাদ পাই আমার গোডাউনে আগুন লেগেছে। এরপর এসে দেখি আমার গোডাউনে বেশিরভাগ ইলেকট্রিক্স মালামাল পুড়ে গেছে। প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে গোডাউনের।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান , খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।