1. admin@bongojournal24.com : admin :
দুর্গাপুরে অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক্স দোকান ও গোডাউন পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি - বঙ্গ জার্নাল
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কথিত সাংবাদিক মামুনের চাঁদাবাজির বিরুদ্ধে দুর্গাপুরে মানববন্ধন দুর্গাপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখম করলো সন্ত্রাসীরা নিদারাবাদ ইউনিয়ন স্কুল এন্ড কলেজের প্রভাষক নিয়োগে কারসাজি ও অনিয়মের অভিযোগ ইত্যাদির নেত্রকোণা পর্ব প্রচার হবে ২৯ সেপ্টেম্বর বিটিভিতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন জব্দ, আটক-৭ কলমাকান্দায় অসহায়ের মাঝে অনুদানের চেক বিতরণ কলমাকান্দায় ইউনিয়ন যুবলীগের আংশিক কমিটি ঘোষণা কলমাকান্দায় জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরন দুর্গাপুরে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে গুলি ও বন্দুকসহ ৬ ডাকাত গ্রেফতার

দুর্গাপুরে অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক্স দোকান ও গোডাউন পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ১৭০ বার পঠিত

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়ায় অগ্নিকাণ্ডে একটি ইলেকট্রনিক্স দোকান ও ইলেকট্রনিক্স মালামালের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে৷

শুক্রবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার ফজরের নামাজ শেষে স্থানীয়রা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পায় শমশের আলীর ইলেকট্রনিক্স দোকানের ভিতর আগুন জ্বলছে। এর কিছুক্ষণ পর আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে পাশের পান্ডু সাহার ইলেকট্রনিক্সের গোডাউনেও আগুন লেগে যায়। চারদিকে ক্রমশ ধোঁয়া ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে।স্থানীয়রা তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক্স ব্যবসায়ী শমশের আলী বলেন, ফজরের নামাজের পর স্থানীয়দের চিৎকারে আমি ঘুম থেকে উঠে দোকানে গিয়ে দেখতে পাই আমার দোকানের ভিতর আগুন জ্বলছে। পরে স্থানীয় বসিন্দা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আমার দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। দোকানে অনেকগুলো নতুন এলইডি টিভি ছিলো। সব মিলিয়ে আমার প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত অপর ইলেকট্রনিক্স ব্যবসায়ী পান্ডু সাহা বলেন, মোবাইল ফোনে সংবাদ পাই আমার গোডাউনে আগুন লেগেছে। এরপর এসে দেখি আমার গোডাউনে বেশিরভাগ ইলেকট্রিক্স মালামাল পুড়ে গেছে। প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে গোডাউনের।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান , খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Bongo Journal 24
Theme Customized By Shakil IT Park