বিজয়নগর উপজেলা হিন্দু বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ উপজেলা আহবায়ক কমিটির পরিচিতি সভা আজ ৪ এপ্রিল সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আলাদাউদপুর কালী মন্দির প্রাঙ্গণে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার নাগ,সাধারন সম্পাদক প্রদ্যুৎ রন্জন নাগ,ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধূরী বাপ্পী,ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক খোকন কান্তি আচার্য্য,শহর কমিটির সাধারন সম্পাদক বিদ্যুৎ বৈদ্য,আশুগঞ্জ কমিটির সাধারন সম্পাদক অর্জুন তলাপাত্র, জেলা কমিটির প্রচার সম্পাদক দিলীপ বর্মন,জেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক প্রবীর চৌধূরী রিপন,হিন্দু মহাজোটের বিজয়নগর আহবায়ক লোটন রায় চৌধূরী, ঐক্য পরিষদের সদস্য শংকর গোস্বামী প্রমুুখ । উক্ত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন বিজয়নগর ঐক্য পরিষদের আহবায়ক সন্জয় রায় পোদ্দার।পরিচিতি সভায় উপজেলা প্রত্যেক ইউনিয়নের ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।সভায় বক্তগন বলেন,আমাদেরকে ঐক্য হয়ে কাজ করতে হবে।সকল সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার আহবান জানান।আমাদের মা,বোনদের টিপ পরা নিয়ে যে অপৃতিকর ঘটনা ঘটেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।বক্তগন আরো বলেন টিপ পরা হচ্ছে আমাদের এই উপমহাদেশের সংস্কৃতি এর বিরুদ্ধে যারা কথা বলে তারা আমাদের সংস্কৃতিকে ধংস করে দেয়ার পায়তারায় লিপ্ত।বক্তাগন বলেন আমরা ৭২ এর সংবিধানে ফিরে যেতে চাই,আমরা আমাদের মৌলিক অধিকার নিয়ে বেচে থাকতে চাই।আমরা সকল অপশক্তির বিরুদ্বে ঐক্যবদ্ধ লাড়াই সংগ্রাম গড়ে তুলার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।