ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটে। জাতীয় জরুরী সেবা ৯৯৯ফোন করলে ঘটনা স্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
নিহতদের মধ্যে দুইজনের নাম পরিচয় নিশ্চিত হওয়ার গেছে ।
তারা হলেন টাঙ্গাইলের হাফিজুর রহমান ও তার মা হাসেমা বেগম ।
বঙ্গ জার্নালকে এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার। তিন বলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনা স্থলে ৩ জন মারা যান এবং আহত হয়েছেন ২০ জনের মতো। আমার খবর পেয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করি এবং নিহতদের ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।