নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪২৯ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মঙ্গল শোভাযাত্রা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এবারের বর্ষবরণের প্রতিপাদ্য হলো ‘নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’।
মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সুসং আদর্শ বিদ্যানিকেতনর প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়া, থানা ওসি মীর মাহাবুবুর রহমান প্রমুখ।