আজ নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ হাজং উন্নয়ন সংগঠনের সাবেক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আদিবাসী নেতা বিপ্লবী কমরেড সত্যবান হাজং এর ১৬তম স্মরণ সভা কমরেড মনি সিংহ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় আদিবাসী নেতা নিরন্তর বনোয়ারী এর
সঞ্চালনায়,সিপিবির উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দীন মীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্মরণ সভার প্রধান অতিথি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড ডাঃদিবালোক সিংহ।আরো বক্তব্য রাখেন, কমরেড রুপন কুমার সরকার উপজেলা সিপিবি কমিটির সাধারণ সম্পাদক, যুগ্মসাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম,সিপিবি কলমাকান্দা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, কমরেড নজরুল ইসলাম উপজেলা যুব ইউনিয়নের সভাপতি, ছাত্র ইউনিয়নের সভাপতি মাসুদ রানা, অন্তর হাজং,অবনী হাজং,পার্বতী রিসি,লিটন হাজংবিবল রেমা,বিশ্বজিৎ সনজিত, সত্যবান হাজং এর বাবা তুশীল হাজং সহ আরো অনেকেই।
বক্তারা বলেন, কমরেড সত্যবান হাজং বাংলাদেশ হাজং সম্প্রদায়ের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করে গেছেন।তাঁর সংগ্রামের সাফল্যে ঈর্ষানিত হয়ে কুচক্রী মহল তাকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। সেই সাথে বর্তমান সরকারের কাছে এ ধরনের সকল হত্যাকান্ডের বিচার দাবি করছি।