নেত্রকোনা দুর্গাপুরের নিজ অর্থায়নে উপজেলার ৭ টি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদকদের ঈদ উপহার দিলেন সাংসদ মানু মজুমদার। মঙ্গলবার বিকেলে বিরিশিরি কালচারাল একাডেমী হলরুমে প্রতিজনকে ২ হাজার টাকা করে মোট ১২৬ জনকে ২ লক্ষ ৫২ হাজার টাকা দেয়া হয়।
ঈদ উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, যুগ্ম সাধারন সম্পাদক বিভাস সরকার, সম্মানিত সদস্য বিপ্লব মজুদার, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান,
সহ সভাপতি পাভেল চোধুরী, সাধারন সম্পাদক সাদ্দাম আকঞ্জি, চন্ডিগড় ইউপি চেয়ারম্যান আলম সরকার, কাকৈরগড়া ইউপি চেয়ারম্যান বাচ্চু তালুকদার সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় আওয়ামী লীগ নেতারা ঈদ উপহার পেয়ে সাংসদকে ধন্যবাদ জানান।
ঈদ উপহার বিতরন শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল হয়। এতে পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংসদ মানু মজুমদার।